যুক্তরাষ্ট্রের অভিযোগ কলম্বিয়া দুর্নীতি দমন কমিশন প্রধান গ্রেফতার

_96715112_gettyimages-665378404

যুক্তরাষ্ট্রের করা অভিযোগে গ্রেফতার হয়েছেন কলম্বিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান। তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও ঘুষের অভিযোগ ছিলো বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন প্রধান লুইস গুস্তাভো মোরেনো রিভেরারে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। লিওনার্দো লুইস পিনিলা গোমেজ নামে এক আইনজীবীকেও গ্রেফতার করা হয়।

মার্কিন প্রসিকিউটররা জানান, তাদের দুজনের বিরুদ্ধেই মানি লন্ডারিং ও ঘুষের অভিযোগ রয়েছে। মিয়ামির ফেডারেল আদালতে করা অভিযোগ অনুযায়ী তারা কলম্বিয়ান রাজনীতিবিদদের কাছ থেকে ঘুষ নিয়েছেন। দুর্নীতির দায়ে অভিযুক্ত ওই রাজনীতিবিদের প্রমাণ হস্তান্তর করতে ১০০ মিলিয়ন কলম্বিয়ান পেসো ঘুষ নেন তারা।  মিয়ামিতেই তাদের আলোচনা হয়।

তবে তাদের দুজনের কিংবা তাদের প্রতিনিধিদের কোনও বক্তব্য পাওয়া যায়নি এখনও।  

মার্কিন সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড জানায়, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে কলম্বিয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। মিয়ামিতে নিয়ে আসতে কয়েকমাস লেগে যেতে পারে।

সূত্র: বিবিসি

/এমএইচ