অর্ধশতাব্দী পর আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ অবসান ফার্কের

_96703658_e457bee2-2b94-467b-87ee-699812ab3bea

আনুষ্ঠানিকভাবে বিদ্রোহের অবসান ঘোষণা করলো কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্ক। ৫০ বছরেরও বেশি সময় ধরে তারা দেশটিতে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছিলো। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সাবেক এই গেরিলা গোষ্ঠী এখন একটি রাজনৈতিকদল গড়ে তুলবে। গত বছর করা শান্তিচুক্তি অনুযায়ী অস্ত্র জমাদান অনুষ্ঠানে ৭ হাজার ১শ’ ৩২টি অস্ত্র জমা দেয় তারা। ৫২ বছরের এই বিদ্রোহে প্রাণ হারিয়েছে ২ লাখ ৬০ হাজার মানুষ।

অস্ত্র জমাদান অনু্ষ্ঠানে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, এবার সত্যিকার অর্থেই শান্তি ফিরে এসেছে এবং এটা থাকবেই। ফার্ক নেতা রদ্রিগো লন্ডনো বলেন, ‘যুদ্ধকে বিদায়, অস্ত্রকে বিদায়, শান্তিকে স্বাগতম’।

রাজনৈতিক দলের ক্ষেত্রে নিজেদের নাম পাল্টে ফেলবে ফার্ক। তাদের পুরো নাম ছিলো রেভ্যুলেশনারি আরর্মড ফোর্সেস অফ কলম্বিয়া।

এখন দেশটির দ্বিতীয় বৃহত্তম বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মির সঙ্গে শান্তিচুক্তির চেষ্টা করছেন প্রেসিডেন্ট সান্তোস। ফার্কের সঙ্গে শান্তিচুক্তির জন্য গতবছর শান্তিতে নোবেল জয় করেন তিনি।

/এমএইচ