ইউরোপজুড়ে সন্দেহভাজন ছয় আইএস সদস্য গ্রেফতার

Spain arrestedইউরোপজুড়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয় আইএস সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে স্পেন থেকে চারজন এবং যুক্তরাজ্য থেকে একজন এবং জার্মানি থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার এক অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন সন্দেহভাজন এসব ব্যক্তিরা। সন্দেহভাজন আইএস সদস্যদের ব্যাপারে স্পেনের একটি তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

যুক্তরাজ্যে ৪৩ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্পেনের ম্যাজোরকা থেকে গ্রেফতার করা হয় চারজনকে। ষষ্ঠ জনকে জার্মানি থেকে গ্রেফতার করা হয়। অনলাইনের জন্য ভিডিও তৈরি করে এবং তা ছড়িয়ে দিয়ে আইএসের জন্য সদস্য সংগ্রহের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার সকালে যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট। পুলিশ জানিয়েছে, অনলাইনে ব্যবহারের জন্য সন্ত্রাসবাদী উপাদান তৈরির বিষয়ে তদন্ত চলছে। গ্রেফতার হওয়া ব্যক্তিকে আদালতে তুলে তাকে স্পেনে পাঠানোর অনুমতি  চাওয়া হবে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃত ব্রিটিশ নাগরিক একজন ইমাম। তিনি স্প্যানিশ মুসলিমদের আইএসের প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলেন। সালাফি মতবাদে বিশ্বাসী এ ব্যক্তির বিরুদ্ধে আইএসের উগ্রবাদী ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। জার্মানিতে গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধেও আইএসের রিক্রুটমেন্ট ভিডিও’র সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্প্যানিশ এ তদন্তে যুক্তরাজ্য, স্পেন ও জার্মানির কর্মকর্তারা সহায়তা করছেন।

/এমপি/