জুলাই মাসেই ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী থাড মোতায়েনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিরোধ করতে শিগগির নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা (অ্যান্টি-মিসাইল সিস্টেম) টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স(থাড) মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। দু’জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এদিকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার পক্ষ থেকেও শুক্রবার থাড মোতায়েনের পরিকল্পনার ব্যাপারে স্বীকারোক্তি দেওয়া হয়েছে।
মার্কিন থাড

থাড ব্যবস্থাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ছোট, মধ্যম ও আন্তঃমধ্যম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আটকানো এবং ধ্বংস করা যায়। দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, উ. কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিরোধ করতে শিগগির থাড নামক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হবে। তাদের একজন জানিয়েছেন, আলাস্কা থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার পরীক্ষা চালানো হবে।

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে রয়টার্সকে তারা জানিয়েছে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার জন্য জুলাই মাসেই তারা এই পরীক্ষা চালানোর পরিকল্পনা নিয়েছে। তাদের দাবি, টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হবে।

উত্তর কোরিয়ার হামলা ঠেকাতে এ বছর দক্ষিণ কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন।

/বিএ/