বাংলাদেশের সমুদ্রসীমায় মার্কিন নিরাপত্তা বাড়াতে পেন্টাগনকে সিনেট কমিটির প্রস্তাব

বাংলাদেশসহ তিন দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত করতে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের কাছে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সিনেট আর্মড সার্ভিস কমিটি। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান চীনা প্রভাব ঠেকাতে আমেরিকান প্রচেষ্টার অংশ হিসেবে ওই সিনেট প্যানেল এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।বাংলাদেশ ছাড়া বাকি দুটি দেশ হলো শ্রীলঙ্কা ও মিয়ানমার।
পেন্টাগনকে তিন দেশে সমুদ্র এলাকায় নিরাপত্তা বিস্তৃত করতে বলা হয়েছে
৬শ’রও বেশি পৃষ্ঠার এক প্রতিবেদনে সিনেট আর্মড সার্ভিস কমিটি প্রতিরক্ষা বিভাগকে সমুদ্র এলাকায় নিরাপত্তা উদ্যোগ চালিয়ে যেতে বলেছে। ওই প্রতিবেদনে বলা হয়, কমিটি বিশ্বাস করে নতুন কর্তৃপক্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষামন্ত্রী বিভাগের সমুদ্র এলাকায় নিরাপত্তা উদ্যোগের আওতায় বাংলাদেশ, শ্রীলঙ্কা এ মিয়ানমারকে অন্তর্ভূক্ত করবে। পাশাপাশি এ উদ্যোগের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের ক্রমবর্ধমান খরচ মেটাতে যেসব দেশের সক্ষমতা রয়েছে তার মধ্যে ভারতকেও অন্তর্ভূক্ত করা উচিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইউএস প্যাসিফিক কমান্ড-এর কমান্ডার নেভি অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিসের বাংলাদেশ সফরের পর সিনেটর জন ম্যাককেইনের নেতৃত্বে সিনেট আর্মড সার্ভিস কমিটির প্রতিবেদনটি প্রকাশ হলো। বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন হ্যারিস। প্যাসিফিক কমান্ডের কমান্ডার হিসেবে প্রথম বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ ইন্সটিটিউট অব পিচ সাপোর্ট অপারেশন্স ট্রেনিং পরিদর্শন করেছিলেন তিনি।
/এফইউ/বিএ/