ট্রাম্পের প্রচারণা সংক্রান্ত রুশ-মার্কিন বৈঠক ফাঁস, কাঠগড়ায় সেশন্স

 

ওয়াশিংটন পোস্টের শুক্রবারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্বাচনি প্রচারণা নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলায়েকের সঙ্গে আলোচনা করেছিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স। এক মার্কিন গোয়েন্দা রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ দু’জন মার্কিন কর্মকর্তা ওই গোয়েন্দা প্রতিবেদন সম্পর্ক অবগত; ওই দুই কর্মকর্তাই তাদেরকে বৈঠকটির ব্যাপারে নিশ্চিত করেছেন।
noname

জেফ সেশন্স আগে বৈঠকটির কথা অস্বীকার করেছিলেন। তবে ওই দু’জন কর্মকর্তাকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে বর্তমানের অ্যাটর্নি সেশন্সের সঙ্গে বৈঠক করেন রুশ রাষ্ট্রদূত কিসলায়েক। বৈঠক শেষে এ বিষয়ে ঊর্ধ্বতন রুশ কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন তিনি। ট্রাম্পের নির্বাচনি প্রচারণা ও অন্যান্য ইস্যুতে ওই বৈঠক সম্পন্ন হয়েছিল বলে ঊর্ধ্বতনদের জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে জেফ সেশন ছিলেন একজন সিনেটর এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র বিষয়ক সিনিয়র উপদেষ্টা। ওই সময়ে তিনি রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। কিন্তু বিষয়টি গোপন রেখেছিলেন। কিন্তু পরে যখন ব্যাপক প্রচার হয় এ নিয়ে তখন তিনি বৈঠকের কথা স্বীকার করেন। তবে ট্রাম্পের প্রচারণা নিয়ে আলোচনার কথা অস্বীকার করেন।

সম্প্রতি জেফ সেশন্সের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। টুইটে তিনি বলেছেন, জেফ সেশন্স তার মতের বিরুদ্ধে যাবেন এটা আগে জানলে তাকে তিনি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিতেন না। এর কয়েকদিন পরেই রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠকের ওই গোপন তথ্য বেরিয়ে এলো।

ওয়াশিংটন পোস্ট আশঙ্কা জানিয়েছে, সাম্প্রতিক এই ফাঁসের ঘটনা মার্কিন অ্যাটর্নিকে চাপে ফেলতে পারে।

/বিএ/