এখনই পরিবর্তন হচ্ছে না ওবামাকেয়ার

 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রণয়ন করা স্বাস্থ্য নীতি পরিবর্তন করে নতুন স্বাস্থ্যনীতি প্রণয়ন করতে ব্যর্থ হলো ট্রাম্প প্রশাসন। সিনেটে কয়েকমাস ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নীতি পরিবর্তনের চেষ্টা করলেও মঙ্গলবার রাতে সিনেটে ভোটে হেরে যান তিনি।

c1bc11fb706942c34c27ffcd965cfff4-597027461f6cf
ফলে ওবামাকেয়ার নামে পরিচিত এই স্বাস্থ্যনীতি এখনও বহাল থাকছে। মঙ্গলবার এই নীতি পরিবর্তনের পক্ষে সায় দেন ৪৩ জন। আর বিরোধীতার করেন ৫৭ জন সিনেট যাদের মধ্যে নয়জন রিপাবলিকানও ছিলেন। ট্রাম্পের স্বাস্থ্যনীতি পাস হওয়ার জন্য প্রয়োজন ছিলো ৬০ ভোটের। নীতিটি পাস হয়ে গেলে প্রায় ৩ কোটি মার্কিনির স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার শঙ্কা রয়েছে।

নির্বাচনি প্রচারণার সময়ই ওবামা কেয়ার বাতিল করবেন বলে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছিলেন ওবামা প্রশাসনের স্বাস্থ্যসুরক্ষা বিলটি খুবই ব্যয়বহুল। ওবামাকেয়ার বলে পরিচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থনীতির গুরুত্বপূর্ণ ধারাগুলো বাদ দিয়ে ট্রাম্প এই স্বাস্থ্য বিল প্রস্তাব করেন। দুই দফা ব্যর্থ প্রচেষ্টার পর চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র ৪ ভোটের ব্যবধানে পাস হয় ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত স্বাস্থ্য বিল। ২১৭-২১৩ ভোটে বিলটি পাস হয়। এ বিলটি আইনে পরিণত করতে উচ্চ কক্ষ সিনেটেরও অনুমোদন নিতে হবে।

 

/এমএইচ