ফিলিস্তিনিদের আবারও আল আকসায় ফেরার আহ্বান মুসলিম নেতাদের

আবারও আল আকসা মসজিদ প্রাঙ্গণের ভেতরে ঢুকে নামাজ আদায়ের জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে মসজিদের প্রশাসনিক দায়িত্বে থাকা মুসলিম নেতারা। ইসরায়েলি কর্তৃপক্ষ নতুন করে স্থাপিত অতিরিক্ত নিরাপত্তা প্রতিবন্ধকতার সবগুলো সরিয়ে নেওয়ার পর প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তারা এ অনুরোধ জানান। বৃহস্পতিবার (২৭ জুলাই) তারা আশ্বস্ত করে বলেন, মুসলিমরা আবারও আল আকসা মসজিদের ভেতরে নামাজ পড়তে পারবেন।

আল আকসাকে কেন্দ্র করে দুই সপ্তাহ ধরে উত্তেজনা চলছে
ওয়াকফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “আমরা মসজিদ প্রাঙ্গণের ভেতরেই নামাজ আদায় করতে পারব। দশকের পর দশক ধরে ইসরায়েলের দখলদার বাহিনী আল আকসা মসজিদ প্রাঙ্গণকে সহিংস করে তোলার চেষ্টা চালাচ্ছে। এখন আপনারা বিজয়ের নতুন যুগপর্বে আছেন। যারা আন্দোলন করেছেন তাদের সাধুবাদ জানাই।”

গত ১৪ জুলাই ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের গোলাগুলি ও হতাহতের ঘটনার পর দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল আল আকসা মসজিদের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসায়। পরে ইসরায়েল ঘোষণা দেয়, মেটাল ডিটেক্টরের পাশাপাশি আল আকসার প্রবেশ পথে ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া গত কয়েক বছরের মধ্যে শুক্রবার জুমার নামাজে ফিলিস্তিনি তরুণদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল। এ পরিস্থিতিতে প্রতিবাদস্বরূপ অনেকে মসজিদে প্রবেশ না করে রাস্তাতেই নামাজ আদায় শুরু করেন। বিক্ষোভও চালিয়ে যেতে থাকেন ফিলিস্তিনিরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক দফা হামলা চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। টানা কয়েকদিনের সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশো ফিলিস্তিনি।

কয়েকদিনের টানা উত্তেজনা চলার পর মঙ্গলবার মেটাল ডিটেক্টর সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় ইসরায়েল। আর বৃহস্পতিবার তারা জানায়, আল আকসার প্রবেশ পথ থেকে অন্য নিরাপত্তা প্রতিবন্ধকতাগুলোও সরিয়ে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) আল আকসার প্রবেশ পথ থেকে নিরাপত্তা বেষ্টনী ও গেটগুলো সরিয়ে নেওয়া হয়েছে। প্রবেশ পথে থাকা উঁচু স্তম্ভগুলোও সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তার কথা বলে এগুলোতে ক্যামেরা লাগানো হয়েছিল। 

/এফইউ/