কেনিয়ার উপ-রাষ্ট্রপতির বাড়িতে হামলা

 

কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বাড়িতে ছুরি নিয়ে হামলা চালিয়েছে দেশটির এক নাগরিক। তবে পুলিশ জানায়, হামলার সময় রুটো ও তার পরিবার বাড়িতে ছিলেন না। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_97124451_mediaitem97124431

প্রতিবেদনে বলা হয়, ঘটনার পরপরই বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। একটি নিমার্ণাধীন ভবনে লুকিয়ে থাকা ও দুর্বৃত্তকে গ্রেফতারও করেছে পুলিশ।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়, কয়েকজন বন্দুকধারী রুটোর বাড়িতে হামলা চালিয়েছিলো। কেনিয়ার জাতীয় পুলিশ মহাপরিদর্শক জোসেফ বয়নেট বলেন, ‘ এখনও পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

কেউ কেউ দাবি করছেন, ঘরের ভেতর থেকে গুলির আওয়াজও পাওয়া গেছে। গুলিবিদ্ধ এক পুলিষকে আসঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেনিয়ায় আগামী ১০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।  সেই প্রচারণায় অংশ নিতেই বাড়ির বাইরে ছিলেন রুটো।

/এমএইচ