হিরোশিমা দিবস: সত্তর বছর আগের বেদনার্ত স্মৃতির ক্ষতচিহ্ন যাদের বুকে

আজ থেকে ৭২ বছর আগে পৃথিবীতে বিরাজিত মানবীয়তার আলো নিভিয়ে অন্ধকার নামিয়েছিল আজকের পরাশক্তি যুক্তরাষ্ট্র। পৃথিবীকে বিস্মিত করে ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় তারা ছুড়ে দিয়েছিল ‘লিটল বয়’খ্যাত পারমাণবিক বোমা। ভয়াবহ পারমাণবিক হামলার ৭২ তম বর্ষপূর্তি আজ। নিহত ১ লাখ ৪০ হাজার মানুষের রক্ত আর অবকাঠামোর ধ্বংসস্তূপে মুহূর্তেই অচেনা হয়ে গিয়েছিল চেনাজানা হিরোশিমা।

হিরোশিমা-১
ইতিহাসের পাতায় ৬ আগস্ট দিনটির পরিচিতি ব্ল্যাক ডে বা ‘অন্ধকারাচ্ছন্ন দিবস’। ঘটনার ৭০ বছর পেরিয়ে গেলেও বিশ্বের প্রথম পারমাণবিক হামলার ভয়াবহ সেই স্মৃতি যেন জাপানের মানুষের মনে এখনও তরতাজা। রবিবার (৬ আগস্ট) ৭২ তম হিরোশিমা দিবস পালন করতে পিস মেমোরিয়াল পার্কে জড়ো হন জাপানিরা। বেদনার্ত স্মৃতির ক্ষতচিহ্ন বুকে নিয়ে সেখানে প্রার্থনায় রত হন তারা।

হিরোশিমা-২
১৯৪৫ সালের ৬ আগস্ট ওই পারমাণবিক বোমা হামলা থেকে প্রাণে বেঁচে যান তোশিকি ফুজিমোরি। জাপানি সংগঠন হিদানকিয়োর শীর্ষ কর্মকর্তা তিনি। ৬ আগস্ট পারমাণবিক বোমা হামলার ঘটনায় যারা প্রাণে বেঁচে গিয়েছিলেন তাদেরকে নিয়ে সংগঠনটি গঠিত হয়েছে। ৭২ তম হিরোশিমা দিবসকে সামনে রেখে একটি পেইন্টিং এর সামনে দাঁড়িয়ে আছেন তোশিকি ফুজিমোরি। ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় পারমাণবিক বোমাটি ফেলে যুক্তরাষ্ট্র। তখন ফুজিমোরির বয়স ছিল মাত্র এক বছর। তাকে কোলে করে হাসপাতালের দিকে যাচ্ছিলেন মা। হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণ। মা আর এক বছরের ফুজিমোরি দুইজনই মাটিতে লুটিয়ে পড়েন। অনেকটা মরতে মরতেই বেঁচে যান তিনি।

হিরোশিমা-৩
আর কখনও যেন এমন হামলা না হয় তা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হিরোশিমা। উত্তর কোরিয়া যখন পারমাণবিক অস্ত্র তৈরির দাবি করে যাচ্ছে তখন ৭২ তম বর্ষপূর্তিতে হিরোশিমা বলছে ‘নেভার এগেইন’ বা ‘আর কখনও নয়’।

হিরোশিমা-৪
ছবিতে এক নারীকে পারমাণবিক বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করতে দেখা যাচ্ছে। পাশে হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কের ছবি তুলছেন একজন।

হিরোশিমা-৫
হিরোশিমায় জন্মগ্রহণকারী পিয়ং ইয়ং-এর এথনিক কোরিয়ান কিম জি নো মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা হিবাকুয়াশারা (পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়ারা) এবং আমাদের দলগুলো একটি স্পষ্ট লক্ষ্য ধারণ করে। আর তাহল বিশ্ব থেকে পারমাণবিক বোমা বিলুপ্ত করা। পারমাণবিক অস্ত্র কখনওই ব্যবহার করা উচিত নয়।’ ৬ আগস্ট যখন হিরোশিমায় হামলা হয় তখন কিম তার মায়ের গর্ভে। ওই বোমার তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়েছিলেন তিনিও।

হিরোশিমা-৬

৭২ তম হিরোশিমা দিবসে মোতোইয়াসু নদীতে ভাসমান মশাল জ্বালানো হয়েছে।

/এফইউ/বিএ/