চীনের থিয়ানতু-১ স্যাটেলাইটটি বিশ্বের প্রথম মহাকাশযান হিসেবে বিশেষ ‘৩:১ পৃথিবী-চাঁদ অনুরণিত কক্ষপথে’ প্রবেশ করেছে। ২২ মে এটি অনন্য এই কক্ষপথে প্রবেশ করে বলে মঙ্গলবার জানান চীনা বিজ্ঞানীরা।
ফুলের পাপড়ি-আকৃতির এ কক্ষপথে, থিয়ানতু-১ পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করার সময় চাঁদকেও একবার প্রদক্ষিণ করবে। এর ফলে পৃথিবী ও চাঁদের মধ্যে একটি নিয়মিত একটি প্রদক্ষিণের ছন্দে আসতে পেরেছে স্যাটেলাইটটি। কক্ষপথটি তুলনামূলক কম জ্বালানি ব্যয় বজায় রাখে বলেও জানায় ডিপ স্পেস এক্সপ্লোরেশন ল্যাবরেটরি।
এই কীর্তি চীনের চন্দ্রাভিযানে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা জটিল মহাকর্ষীয় পরিবেশে মহাকাশযানের নেভিগেশন ও নিয়ন্ত্রণ প্রযুক্তির গবেষণায় সহায়ক হবে। ভবিষ্যতে চাঁদের সঙ্গে মহাকাশ অবকাঠামো গঠনে এ প্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারে।
২০২৪ সালের মার্চে থিয়ানতু-১ ও থিয়ানতু-২ উৎক্ষেপণ করা হয় ছুয়েছিয়াও-২ রিলে স্যাটেলাইটের সঙ্গে।
থিয়ানতু-১ এখন পৃথিবী-চাঁদ সংযোগ ও নেভিগেশন ব্যবস্থা গঠনের প্রযুক্তি যাচাইয়ের মিশন চালিয়ে যাচ্ছে।
সূত্র: সিএমজি