নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৩১

 

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের লেক চাদ দ্বীপে বোকো হারামের দুটি পৃথক হামলায় অন্তত ৩১ জেলে নিহত হয়েছে। সোমবার রাতে এই হামলা চালানো হয়।  শনিবার দুগুরি ও দাবার ওয়ানজাম দ্বীপের মিঠাপানির খালে জেলেদের ওপর সশস্ত্র জিহাদিরা এ হামলা চালায়। এ সময় জেলেরা মাছ ধরছিল। জিহাদিরা তাদের গুলি করে ও কুপিয়ে হত্যা করে।

Nigeria-soldiers-AFP-380

স্থানীয় মিলিশিয়া বাহিনীর সদস্য বাবাকুরা কোলো বলেন, ‘বোকো হারাম সদস্যরা দুগুরি ও দাবার ওয়ানজাম দ্বীপে হামলা চালিয়ে ৩১ জনকে হত্যা করেছে। তারা (বোকো হারাম) দুগুরিতে ১৪ জন এবং দাবার ওয়ানজামে আরো ১৭ জনকে হত্যা করেছে।’

জেলে সাল্লাউ ইনুয়া বলেন, বোকো হারাম জিহাদিরা প্রথমে দুগুরি দ্বীপে হামলা চালিয়ে ১২ জেলেকে হত্যা ও আরো দুইজনকে জখম করে। পরে তারা মারা যায়। তিনি আরো বলেন, দাবার ওয়ানজামে তারা ১৭ জনকে হত্যা করে।

তবে এই হামলা সম্পর্কে সেনাবাহিনী বা নাইজেরিয়া কর্মকর্তাদের কাছ থেকে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি।

নাইজেরিয়ার সামরিক কর্তৃপক্ষ মিঠা পানির লেকটিতে দ্ইু বছর ধরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এক সপ্তাহ আগে নিষেধাজ্ঞাটি তুলে নেয়া হয়।

সূত্র: ফার্স্টপোস্ট

/এমএইচ