মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ বেসামরিক

 

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দুই সশস্ত্র বাহিনীর সংঘর্ষে অন্তত ৩০ জন বেসামরিক নিহত হয়েছেন। এর মাঝে ৬ জন রেড ক্রস ত্রাণকর্মীও ছিলেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বৃহ্স্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ce8dc4fa274c4a5685782c292da67bed_18

প্রতিবেদনে বলা হয়, গাম্বোতে গত সপ্তাহের শেষ দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বিষয়টি বুধবারে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।   

দেশটির রেড ক্রসের প্রেসিডেন্ট অ্যান্তোনিও এমবাও বোগো বলেন, ‘আমরা আমাদের কর্মীদের মৃত্যুত শোকাহত। আমরা সাধারণ মানুষদের কথা চিন্তা করে সব সশস্ত্র গোষ্ঠীকে থেমে যাওয়ার আহ্বান জানাই।’

এই নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো রেড ক্রসের কর্মীরা এমন ঘটনায় নিহত হলেন। অনেক ত্রাণকর্মী তাদের দায়িত্বপালন করছে না। অনেক সময় বন্দুকধারীরা হাসপাতালে প্রবেশ করে আহতদের ‍গুলি করছে। এছাড়া দেশটিতে সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৯ জাতিসংঘ শান্তিরক্ষী।

/এমএইচ