ভিডিও হেলমেট পেলেন স্কটল্যান্ড ইয়ার্ডের কর্মকর্তারা

nonameপুলিশের গুলিবর্ষণের ক্ষেত্রে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে ভিডিও হেলমেট দেওয়া হয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডের কর্মকর্তাদের। যুক্তরাজ্যের বৃহত্তম এই পুলিশ বাহিনী জানিয়েছে, লন্ডনজুড়ে তাদের তাদের সদস্যরা ভিডিও ক্যামেরা (বডি ওর্ন ভিডিও বা বিডব্লিউভি) লাগানো হেলমেট পরিধান করবেন। তাদের  বেসবল ক্যাপ এবং ব্যালিস্টিক হেলমেটে ক্যামেরা যুক্ত থাকবে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ম্যাট টুইস্ট বলেন, যেসব কর্মকর্তা দৃশ্যমান আগ্নেয়াস্ত্র বহন করেন তাদের দায়িত্বের অংশ হিসেবে শরীরে ভিডিও ক্যামেরা ব্যবহারের বিষয়টিকে স্বাগত জানাচ্ছি। কর্মকর্তারা আসলেই কি ধরনের হুমকির মুখোমুখি হচ্ছেন এটা সে সম্পর্কে সঠিক ও প্রামাণ্য তথ্যউপাত্ত হাজির করবে। সামনে-পেছনে ক্যামেরা থাকার ফলে আরও অধিক পরিমাণে স্বচ্ছতা নিশ্চিত হবে।

আগ্নেয়াস্ত্র বহনকারী কমান্ডকে প্রায় এক হাজার এক্সন ফ্লেক্স টু ক্যামেরা দেওয়া হবে। এটা অপারেশন হারকিউলিসের অংশ হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবেষ্টিত রাখবে। লন্ডনজুড়ে কাজ করছে শরীরের সঙ্গে যুক্ত ১৭ হাজার ৫০০-এরও বেশি ক্যামেরা। দুনিয়াজুড়ে পুলিশ সদস্যদের এমন ক্যামেরা ব্যবহারের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য।

/এমপি/