বাংলাদেশে সংখ্যালঘু, ব্লগার ও বিদেশিদের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

২০১৬ সালে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু, ব্লগার, বুদ্ধিজীবী আর বিদেশি হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।  মার্কিন পররাষ্ট্র দফতরের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে। বাংলাদেশের জঙ্গিবাদবিরোধী ইউনিটকে আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বাংলাদেশকে তাগিদ দেওয়ার সুপারিশ করা হয়েছে ওই ওই প্রতিবেদনে। nonameমঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম রিপোর্ট (আইআরএফআর) ২০১৬ শীর্ষক এ প্রতিবেদন করেন। ধর্মীয় স্বাধীনতা বিষয়ক ওই বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু, সেক্যুলার ব্লগার, বুদ্ধিজীবী ও বিদেশিদের ওপর দেশি-বিদেশি জঙ্গি হামলা বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার যদিও কঠোর হাতে জঙ্গিবাদ দমনের কথা বলে চলেছেন, তবুও ওইসব হামলা থামেনি। এতে ধর্মীয় সংখ্যালঘুদের (বিশেষত হিন্দু আর খ্রিস্টান) উদ্বেগ ক্রমেই বেড়ে চলেছে। তাদের জমি দখল করা হচ্ছে বলেও উঠে এসেছে প্রতিবেদনে।
পররাষ্ট্র দফতরের ওই প্রতিবেদনে সংকট উত্তোরণে বেশকিছু পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। বাংলাদেশের জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ড শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে বলা হয়েছে। একইসাথে ধর্মীয় স্বাধীনতা হরণ, ভূমি দখল, ও ব্লাসফেমির মতো ঘটনাগুলোতে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে দ্রুততর সময়ের মধ্যে ব্যবস্থা নিতে তাগিদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ওই প্রতিবেদনে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করার পরামর্শ দিতে বলা হয়েছে।

/এমপি/বিএ/