ভেনেজুয়েলায় কারাগারে বিক্ষোভে নিহত ৩৭

 

ভেনেজুয়েলায় দক্ষিণাঞ্চলে একটি কারাগারে বিক্ষোভকে কেন্দ্র করে ৩৭ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই কারাগারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_97413735_2b418cfa-fc56-4320-9f1a-7d154611bc4f

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা কয়েকঘণ্টা ধরে গুলির আওয়াজ শুনেছেন। স্থানীয় গভর্নর লিবোরিও গরিলা একে ‘নৃশংসতা’ বলে উল্লেখ করেছেন।

প্রসিকিউটররা জানান, এই সহিংসতায় ১৪ জন কর্মকর্তাও আহত হয়েছেন।

কারাগার পর্যবেক্ষণকারী দুইটি সংস্থা এ্ উইনডো টু ফ্রিডম ও ভেনেজুয়েলান প্রিজনস অবজারভেটরি জানিয়েছে নিহত ৩৭ জনই বন্দি।

সহিংসতার সময় সেখানে ১০৫ জন বন্দি ছিলেন।  দেশটির অনেক কারাগারেই পর্যাপ্ত কারারক্ষী নেই। এবং অনেক সময় এই বন্দিদের চক্রই সেগুলো পরিচালনা করে।

/এমএইচ