কাতারি হজযাত্রীদের স্বাগত জানাবে সৌদি আরব

 

সৌদি আরব জানিয়েছে, কাতারি হজযাত্রীদের স্বাগত জানাবে তারা। জুনে শুরু হওয়া দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন সত্ত্বেও হজযাত্রীদের জন্য তাদের দরজা খোলা রয়েছে বলে জানান তারা।

download

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা থেকে এক বিবৃতিতে জানানো হয়, সালওয়া সীমান্ত হজের উদ্দেশ্যে যাত্রা করা কাতারি নাগরিকদের জন্য খুলে দেওয়া হবে।

৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।

বিবৃতিতে বলা হয়, কাতারি নাগরিক যারা হজ করতে চান তাদের দুইটি বিমানবন্দরে স্বাগত জানানো হবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও কাতারি শেখ আব্দুল্লাহ আলি বিন আব্দুল্লাহ বিন জাসিম আল-থানির এক বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে।

কাতারের অভিযোগ হজ নিয়ে রাজনীতি করছে সৌদি আরব। এজন্য গত মাসে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছিলো তারা।

সূত্র: রয়টার্স

/এমএইচ/