তিন হামলা ও বিস্ফোরণের ঘটনায় সংযোগ খুঁজছে স্পেনের পুলিশ

স্পেনে অল্প সময়ের ব্যবধানে হামলা, হামলা প্রচেষ্টা ও বিস্ফোরণের তিনটি ঘটনার মধ্যে সংযোগ রয়েছে বলে ধারণা করছে পুলিশ। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করার খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ক্যামব্রিলসে হামলা প্রচেষ্টায় ব্যবহৃত গাড়ি পরীক্ষা করছে পুলিশ
স্পেনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৩ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৮০ জন। এরপর স্থানীয় সময় মধ্যরাতের দিকে ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার প্রচেষ্টা হলে পাঁচ সন্দেহভাজনকে  হত্যার মধ্য দিয়ে তা ঠেকিয়ে দেওয়ার দাবি করে পুলিশ। এই দুই হামলার আগে বুধবার রাতে আলকানার এলাকার একটি বাড়িতে বিস্ফোরণ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এটিকে প্রথমে দুর্ঘটনা বলে মনে করা হলেও এখন পুলিশ ধারণা করছে তিনটি ঘটনার সংযোগ রয়েছে। 

কাতালান পুলিশ এবং আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ফর্ন জানিয়েছেন তদন্তকারীরা লাস রামব্লাস, ক্যামব্রিলস এবং এর আগে আলকানার বিস্ফোরণের ঘটনার মধ্যে সংযোগ থাকার ব্যাপারে ধারণা করছে এবং সেই অনুযায়ী কাজ চলছে।

এরইমধ্যে ক্যামব্রিলসের হামলাকেও সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের এক মুখপাত্র বলেন, ‘সন্দেহভাজন সন্ত্রাসীরা একটি অডি এ থ্রি গাড়িতে বসা ছিল এবং পথচারীদের ওপর গাড়িটি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। পরে টহলদার পুলিশ সেখানে উপস্থিত হয় এবং সন্দেহভাজনদের গুলি করে হত্যা করে।’

পুলিশ জানায়, হামলাকারীদের কেউ কেউ বিস্ফোরক বেল্টের মতো কিছু একটা পরা ছিলেন। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হলেও তাদের মধ্যে বার্সেলোনার হামলাকারী সেই গাড়িচালক নেই। তাকে এখনও খুঁজে বেড়াচ্ছে পুলিশ।

/এফইউ/