বার্সেলোনা হামলা: গাড়িতে পাওয়া মরদেহকে ঘিরে রহস্য

 

বার্সেলোনায় গাড়িহামলার বেশ কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও এখনও হামলাকারীকে খুঁজে পায়নি পুলিশ। এর মাঝেই পৃথক এক ঘটনাকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। বার্সোলানায় ডায়গনাল অ্যাভিনিউয়ে এক পুলিশ চেকপোস্টে গাড়ির ধাক্কায় এক পুলিশ আহত হয়েছে। সেই গাড়িচালককে থামাতে ‍গুলিও করা হয়েছে। শহর থেকে দূরে ওই গাড়ির সন্ধান মিললেও চালককে খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গেছে গাড়ির মালিকের মরদেহ। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

000_RN1CP-635x357

পুলিশের দাবি, গাড়িটি পুলিশ চেকপোস্টে না থেমে একজন পুলিশকে ধাক্কা দেয়। পরে পুলিশ গুলি চালায়।  লাস রামব্লাসের সঙ্গে এই ঘটনার কোনও সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করে পুলিশ।

শহরের বাইরে জাস্ট দেসভার্নে গাড়িটির সন্ধান মেলে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানায়, গাড়িতে পাওয়া মরদেহ দেথে বোঝা যায় তিনি আসলে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আর চালকের আসনেও বসে ছিলেন না।

জানা যায়, গাড়ির মালিক ওই ব্যক্তি নিজে এবং তার ব্যাপারে পুলিশের কাছে কোনও তথ্য ছিলো না। পুলিশ ওই চালককে খুঁজে বের করার চেষ্টা করছে।

/এমএইচ