অপহরণের পর মুক্ত লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী

আলী জেইদানঅপহরণের আট দিন পর মুক্তি পেলেন লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী আলী জেইদান। গত ১৪ আগস্ট ত্রিপোলি’র ভিক্টোরিয়ার হোটেল থেকে তাকে অপহরণ করে হাইথাম তাজৌরি বাহিনীর সদস্যরা। মঙ্গলবার মুক্তির আগ পর্যন্ত তাকে কারও সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

আলী জেইদান-এর পারিবারিক সূত্র তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

২০১৩ সালের অক্টোবরে লিবিয়ার প্রধানমন্ত্রী থাকাকালেও অপহরণের শিকার হয়েছিলেন আলী জেইদান। সে সময় ত্রিপোলির করিন্থিয়া হোটেল থেকে তাকে অপহরণ করে বন্দুকধারীরা।

উল্লেখ্য, লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটিতে বেশ কয়েকটি মিলিশিয়া বাহিনী মাথাচাড়া দিয়ে উঠে।