ব্রাসেলসে সেনাদের ওপর ছুরি নিয়ে হামলার দায় স্বীকার আইএস-এর

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সেনা সদস্যদের ওপর ছুরি নিয়ে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। শনিবার সংগঠনটির কথিত বার্তা সংস্থা ‘আমাক’ এ দায় স্বীকারের খবর প্রকাশ করেছে।

ব্রাসেলসের হামলা
আমাক-এ আইএস এর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘ব্রাসেলসে ছুরি নিয়ে হামলাকারী ওই ব্যক্তি আইএসের সেনা। জোটভুক্ত দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানোর ডাকে সাড়া দিয়ে সে এ কাজ করেছে।’

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জোটভুক্ত দেশ বলতে আইএস এর বিরুদ্ধে লড়াইকারী মার্কিন জোটকে বুঝিয়েছে আইএস।

উল্লেখ্য, শুক্রবার ধারালো ছুরি দিয়ে তিন সেনাকে আঘাত করে এক হামলাকারী। পরে এক সেনার গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে হামলাকারী। পরে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। আর হামলাকারীর চাপাতির আঘাতে আহত সৈনিকদের একজনের মুখে ও অন্যজনের হাতে মারাত্মকভাবে জখম হয়েছে।বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অফিস থেকে জানানো হয়েছে, হামলাকারী সন্ত্রাসী হিসেবে পরিচিত নন। কিন্তু প্রতক্ষদর্শীরা হামলার সময় তাকে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে শুনেছে। প্রসিউটর অফিস থেকে এ আক্রমণকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করা হয়েছে।

গত বছর বেলজিয়ামের রাজধানীতে এক সন্ত্রাসী হামলার পর থেকে সেখানের বিভিন্ন রাস্তায় সেনাবাহীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। গতবছরের ওই হামলায় ৩০ জন নিহত হয়েছিল।