X
রবিবার, ১৬ জুন ২০২৪
২ আষাঢ় ১৪৩১

গাজার যুদ্ধ পাল্টে দিচ্ছে ইউরোপীয় রাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৪, ১৯:২৬আপডেট : ২৩ মে ২০২৪, ১৯:২৬

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনের ঘোষণা ইউরোপীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। এই পদক্ষেপের ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি দেশগুলোর দৃঢ় সমর্থন কমছে বলে হাজির হচ্ছে। তিনটি দেশের বুধবারের এই ঘোষণায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ফলে ইউরোপে ক্রমবর্ধমান বিভাজন স্পষ্ট হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এই পরিস্থিতির কথা উঠে এসেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতার পরও ইউরোপীয় দেশ তিনটি এই দৃঢ় পদক্ষেপ নিয়েছে। যা ইসরায়েলের নীতি–বিশেষ করে গাজায় ও পশ্চিম তীরে দেশটির কর্মকাণ্ড–নিয়ে ক্রমবর্ধমান হতাশার বহিঃপ্রকাশ। এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্য নিয়ে অবস্থান পুনর্গঠন করতে পারে। যদিও অভ্যন্তরীণ বিভাজন রয়েছে।

বছরের পর বছর ধরে ইউরোপ ছিল ইসরায়েলের নির্ভরযোগ্য মিত্র। মহাদেশটির দেশগুলো দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন এবং ইসরায়েলের সঙ্গে বিশাল বাণিজ্য ও বৈজ্ঞানিক অংশীদারিত্ব বজায় রেখে আসছিল। তবে গাজায় চলমান যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকট ইসরায়েলের প্রতি সহানুভূতিতে ক্ষয় ধরিয়েছে। অনেক ইউরোপীয়দের কাছে ইসরায়েল এখন ভুক্তভোগী নয়, আগ্রাসন চালানো দেশ।

ক্রমবর্ধমান বিভাজন

স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃত দেওয়ার সিদ্ধান্তটি মূলত প্রতীকী হলেও তা ইসরায়েলের প্রতি তীব্র তিরস্কার। এই দেশগুলো নিয়মিত ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা ও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলে আসছিল। ইসরায়েলে হামাসের হামলার নিন্দার পাশাপাশি গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানেরও বিরোধিতা করেছে তারা। যে অভিযানে গাজায় উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিকের মৃত্যু ও অবকাঠামোগত বিপর্যয় হয়েছে।

ইউরোপের অপর দেশগুলো যদি তাদের পথ ধরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে তা যুক্তরাষ্ট্রের অবস্থানের গুরুত্বপূর্ণ পাল্টা ভারসাম্য তৈরি করবে। ওয়াশিংটন দাবি করে আসছে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ইসরায়েলের সঙ্গে আলোচনার ফলশ্রুতিতে হওয়া উচিত। এমন পরিবর্তন ইসরায়েল ও ইউরোপের মধ্যকার বিরোধ গভীর করবে, কূটনৈতিক সম্পর্ক জটিল হয়ে পড়তে পারে।

মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমরা ক্রমবর্ধমান সম্মিলিত কণ্ঠ দেখছি। অতীতে যারা ইসরায়েলের সমর্থক ছিল তারা এখন অন্য দিকে যাচ্ছে। এটি আমাদের জন্য উদ্বেগের কারণ আমরা মনে করি এটি ইসরায়েলের দীর্ঘমেয়াদে নিরাপত্তা বা টিকে থাকার পক্ষে সহায়ক নয়।

দৃঢ় মিত্র ও ক্রমবর্ধমান সমালোচনা

হাঙ্গেরি ও চেক রিপাবলিকের মতো দেশ এখনও ইসরায়েলের প্রতি তাদের সমর্থনে অনড় রয়েছে। তবে বেলজিয়ামের মতো দেশ সমালোচনা জোরদার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিব গাজায় অপরাধের বিচারের ওপর জোর দিয়েছেন। 

হাঙ্গেরি ও চেক রিপাবলিকের মতো অস্ট্রিয়াও ইসরায়েলকে সমর্থন অব্যাহত রেখেছে। যা ইস্যুটি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জটিল ও বিভাজিত অবস্থানের প্রতিফলন। ইইউতে পররাষ্ট্রনীতি এখনও দেশগুলোর অধিকারে রয়েছে। ব্লকের অবস্থান পরিবর্তন করতে হলে সর্বসম্মতি প্রয়োজন হবে। কিন্তু বর্তমান বিভাজনের কারণে তা বেশ কঠিন বলেই মনে হচ্ছে।

ইসরায়েলি নেতা নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) প্রসিকিউটরের গ্রেফতারি পরোয়ানার অনুরোধ এই বিভক্তিকে আরও সামনে নিয়ে এসেছে।

চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা আইসিসির উদ্যোগকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান অবাস্তব ও লজ্জাজনক বলে দাবি করেছেন। বিপরীতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আইসিসির স্বতন্ত্রতা ও দায়মুক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

ফ্রান্স ও জার্মানির ভারসাম্যপূর্ণ পদক্ষেপ

ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন থাকলেও ফ্রান্স এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। দেশটির কৌশলগত মুহূর্তের অপেক্ষায় রয়েছে। গত মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে দেশটি। যে প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ভোটাভুটি ইস্যুটি নিয়ে ট্রান্সআটলান্টিক বিভাজন স্পষ্ট করছে।

জার্মানির পরিবর্তিত অবস্থান গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইসরায়েলের প্রতি দেশটির ঐতিহাসিক সমর্থনের কারণে। ৭ অক্টোবর হামাসের হামলার পর দেশটি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু গাজায় যুদ্ধ যত এগিয়েছে তত ইসরায়েলের সমালোচনা বাড়িয়েছে তারা। বার্লিনের পক্ষ থেকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থানবিরোধী। 

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র ক্যাথরিন ডে ডেসচওয়ার জোর বলেছিলেন, এখনও জার্মান পররাষ্ট্রনীতির একটি দৃঢ় লক্ষ্য হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। যদিও এটি আলোচনার মাধ্যমে আসতে হবে।

জার্মানির এই অবস্থানটি ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ পদক্ষেপের সন্ধানে থাকা ইউরোপীয় ইউনিয়নের অবস্থানকেই প্রতিফলিত করছে।

দেশের ও বাইরের চাপের সঙ্গে লড়াইরত ইউরোপের এই ক্রমবর্ধমান পরিবর্তন মহাদেশটির রাজনৈতিক ক্ষেত্রে বড় বদল আনতে পারে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে এর সম্ভাব্য দীর্ঘমেয়াদি ভূমিকা হয়ত থাকবে।

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের একটি ওয়াটার পার্কে বন্দুক হামলায় আহত ১০
যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া মার্কিন পরিকল্পনার নীতির সঙ্গে ‘সঙ্গতিপূর্ণ’
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
সর্বশেষ খবর
মায়ার বাঁধন ছিঁড়ছে চোখের জলে
মায়ার বাঁধন ছিঁড়ছে চোখের জলে
বেড়েছে শরিকে কোরবানি, কমেছে পশু কেনা
চট্টগ্রামের গরুর হাটবেড়েছে শরিকে কোরবানি, কমেছে পশু কেনা
কাঁচা চামড়ার কদর এবার কিছুটা বাড়বে
কাঁচা চামড়ার কদর এবার কিছুটা বাড়বে
শান্ত-সাকিবদের ঈদ উপহারের অপেক্ষায় বাংলাদেশ 
শান্ত-সাকিবদের ঈদ উপহারের অপেক্ষায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংককে জরিমানা করলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক
সোনালী ব্যাংককে জরিমানা করলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক
ভ্রমণের আগেই জরিমানা গুনছেন ট্রেনযাত্রীরা!
ঈদে বাড়ি ফেরাভ্রমণের আগেই জরিমানা গুনছেন ট্রেনযাত্রীরা!
রেড মিট খাওয়ার আগে এই ১৩ পরামর্শ জেনে নিন
রেড মিট খাওয়ার আগে এই ১৩ পরামর্শ জেনে নিন
গ্রুপিংয়ে টালমাটাল পাকিস্তান!
গ্রুপিংয়ে টালমাটাল পাকিস্তান!
রংপুরে ৭ ঘণ্টা ধরে তীব্র যানজট, বাড়ি ফেরা অনিশ্চিত
রংপুরে ৭ ঘণ্টা ধরে তীব্র যানজট, বাড়ি ফেরা অনিশ্চিত