ইসরায়েলের অবৈধ বসতির কারণে শান্তি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

 

ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের কারণে ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। তিনি বলেন, এই সমাধানের কোনও বিকল্প পদ্ধতি নেই। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

a6443bd9895b4f84b11c8916696a7e6d_18

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি প্রধানমন্ত্রী রামি হামাদাল্লাহর সঙ্গে রামাল্লায় বৈঠক করেন গুতেরেজ। বৈঠকের পরই তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দুই রাষ্ট্র সমাধানের ক্ষেত্রে এই অবৈধ বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং মানুষের দুর্দশা কমাতে হবে।’  

কয়েকদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ঘোষণা দিয়েছিলেন যে তারা কখনোই বসতিগুলো সরাবেনা। তিনি বলেছিলেন, ‘আমরা এখানে চিরদিনের জন্য এসেছি। এই বসতিগুলো সরানো হবেনা।’

তার এই মন্তব্যের প্রেক্ষিতে গুতেরেজ বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের এমন কিছু করা উচিত নয় যেটাতে শান্ত প্রক্রিয়া ব্যহত হতে পারে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতি অবৈধ ও শান্তি প্রক্রিয়ার পরিপন্থী। আমাদের যা বলা হয়েছিলো এটা তার বিরুদ্ধাচরণ।’