আইএস-মুক্ত সিরীয় শহরে প্রেসিডেন্ট আসাদের নামাজ আদায়

লেবানন সীমান্ত সংলগ্ন কালামুন প্রদেশের কারা শহরের একটি মসজিদে ঈদের নামাজ পড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, লেবানন সীমান্ত থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে কালামুন অঞ্চলের একটি মসজিদে ঈদের জামায়াতে অংশ নেন তিনি।

ঈদের নামাজ পড়ছেন সিরীয় প্রেসিডেন্ট আসাদ
সম্প্রতি লেবাননের হিজবুল্লাহ এবং সিরীয় সেনাবাহিনী যৌথভাবে অঞ্চলটিকে আইএস-এর হাত থেকে মুক্ত করে।
রয়টার্স জানিয়েছে, সিরিয়ার ওয়াকফ বিষয়ক মন্ত্রী ও গ্র্যান্ড মুফতি এবং দেশটির একদল সংসদ সদস্য ও দামেস্ক প্রদেশের একদল কর্মকর্তা এই নামাজে অংশ নেন। কয়েকজন বড় আলেমসহ বিপুল সংখ্যক জনগণও প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ঈদের নামাজ পড়েছেন।
এবিসি নিউজ জানিয়েছে, নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করছেন প্রেসিডেন্ট বাশার আসাদ।
২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্য শুরু হওয়া সিরীয় সংঘাত পরে বহুপক্ষীয় গৃহযুদ্ধে রূপ নেয়। জাতিসংঘের হিসেব অনুযায়ী, ছয় বছর ধরে চলা ওই গৃহযুদ্ধে ৪ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।