ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ১, আহত ১০

 

ইরাকের কিরকুক শহরে গাড়িবোমা হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার রাতে একটি মদের দোকানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

download

প্রতিবেদনে বলা হয়, আগামী ২৫ সেপ্টেম্বর ওই এলাকায় কুর্দিদের ভোট হওয়ার কথা। সেই ভোটগ্রহণ প্রভাবিত করতেই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট মন্ত্রণালয়। সেখানে। এই হামলায় ভোটগ্রহণ থামবে বলেও বিবৃতিতে জানানো হয়।

২০১৪ সালে আইএসের কাছ থেকে কুর্দি সেনারা এই এলাকা দখল করে নেয়। আইএসের কাছ থেকে শহরটি পুনরুদ্ধারে ব্যর্থ হয়েছিলো সরকারি বাহিনী।