ইসরায়েলি দখলদারিত্বের অবসানে জাতিসংঘকে দায়িত্ব পালনের আহ্বান ফিলিস্তিনি প্রেসিডেন্টের

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসইসরায়েলের ‘নির্মম’ দখলদারিত্বের অবসান ঘটিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করতে বৈশ্বিক সংস্থা জাতিসংঘকে তার ওপর অর্পিত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ জন্য তিনি ইসরায়েলকে ১৯৬৭ সালের সীমানা মেনে দুইটি পৃথক রাষ্ট্র গঠনের মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধানের দাবি জানান। পাশাপাশি যেসব রাষ্ট্র এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তাদের প্রতি সেই স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যের স্বীকৃতি দেওয়ার জন্য স্থায়ী পরিষদের প্রতি আহ্বান জানান।

বুধবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনের ভাষণে মাহমুদ আব্বাস এসব কথা বলেন। ভাষণে তিনি বলেন, ‘ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে জাতিসংঘ আইনি, রাজনৈতিক, নৈতিক ও মানবিকভাবে দায়বদ্ধ। তাদের এটা নিশ্চিত করতে হবে যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের ৪ জুনে নির্ধারিত সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে স্বাধীনভাবে ফিলিস্তিনিরা বসবাস করবে।’ তিনি বলেন, ‘আমার ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আসছি। কিন্তু ইসরায়েলকে অব্যাহতভাবে ওই সীমান্ত মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এটা ১৯৯৩ সালে অসলোতে সই করা পারস্পারিক স্বীকৃতিকেই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।’

মাহমুদ আব্বাস আরও বলেন, ‘ফিলিস্তিনি ও আরব হিসেবে আমরা যে পথ বেছে নিয়েছি এবং গোটা বিশ্ব যে পথ বেছে নিয়েছে তা হলো আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক বৈধতা। ইসরায়েলের সর্বস্তরের জনগণের উদ্দেশে আমি বলতে চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই। তাদের কথায় আমরা কান দেবেন না, যারা আপনাদের বলতে চায় যে আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়।’

সূত্র: ইউএনজিএ

আরও পড়ুন-
ট্রাম্প আন্তর্জাতিক রাজনীতিতে নতুন দুর্বৃত্ত: রুহানি

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে মিয়ানমার: ম্যাক্রোঁ

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ‘দৃঢ় ও দ্রুত’ পদক্ষেপ চান ট্রাম্প