সোমালিয়ায় আল শাবাবের হামলায় ১৭ সেনা নিহত

সোমালিয়ায় এক সেনাঘাঁটিতে জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

Al-Shabaab

প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছে সামরিক বাহিনীর ঘাঁটিতে বন্দুক ও গাড়ি বোমা নিয়ে নিয়ন্ত্রণ নেয় আল-শাবাব। এরপর তারা সেখানে হামলা চালালে অন্তত ১৭ সেনা নিহত হন।

স্থানীয় ও সরকারি কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।

আল-শাবাবের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব বলেন, শুক্রবার ফজরের নামাজের পর দুজন সদস্য গাড়িবোমা হামলা চালায়। আমরা ১৭ জন সেনাকে হত্যা করি।’ এখন ঘাটি ও গ্রাম তাদের দখলে রয়েছে বলেও জানান তিনি।

মোগাদিসুর ৫০ কিলোমিটার দক্ষিণে বারিরে অবস্থিত। সেখানে জঙ্গিরা মেশিনগান সজ্জিত ১১টি পিকআপ নিয়ে হামলার চালায়। সোমালিয়ার সরকারকে উৎখাত ও শরিয়া আইন প্রতিষ্ঠার নামে জঙ্গি সংগঠন আল-শাবাব প্রতিনিয়ত সোমালিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে। পাশ্ববর্তী মালি, নাইজেরিয়ায়ও জঙ্গি সংগঠনটি সক্রিয়।