লাস ভেগাসে হামলায় দায় স্বীকার আইএসের

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারীর হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৫০ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হয়েছেন।

Capture

আন্তর্জাতিক জঙ্গি কর্মকাণ্ড পর্যালোচনাকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সের পরিচালক রিটা কাৎজ টুইটারে আইএসের দায় স্বীকার করার কথা জানিয়েছেন।

অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে রিটা কাৎজ জানান, আইএসের আমাক সংবাদ সংস্থায় দুটি বিবৃতির মাধ্যমে ১ অক্টোবর লাস ভেগাসে হামলার দায় স্বীকার করেছে আইএস। প্রথম বিবৃতিতে আইএস দাবি করেছে তাদের একদল সেনা এই হামলা চালিয়েছে। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, হামলাকারী কয়েক মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

রিটা আরও জানান, হামলার দিনই টেলিগ্রাম অ্যাপসে আরবিতে এই দুটি বিবৃতি পোস্ট করা হয়েছে।

উল্লেখ্য, সংগীত উৎসবের অংশ হিসেবে লাস ভেগাস শহরে মান্দালয় বে হোটেলে কনসার্ট চলার সময় বন্দুকধারীর হামলা হয়। হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। লাস ভেগাসে হামলাকারী হিসেবে পুলিশ নেভাদার বাসিন্দা ৬৪ বছরের স্টিফেন প্যাডককে শনাক্ত করেছে।

পুলিশ জানিয়েছে, অন্য কেউ হামলার সঙ্গে জড়িত নয়। তবে হামলার রহস্য উদঘাটনে মারিলুউ ড্যানলে নামের এক নারীকে জিজ্ঞাসাবাদে আগ্রহের কথা জানিয়েছে লাস ভেগাস পুলিশ। তাকে সন্দেহভাজন না বললেও হামলাকারীর ‘সহচর’ বলা হচ্ছে।