উ. কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আরব আমিরাত

উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সংযুক্ত আরব আমিরাত। পিয়ংইয়ং তাদের দূতাবাসের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে তারা। দেশটির বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সি (ওয়াম) একথা জানায়।

uae-flag-large-2

তারা জানায়, উত্তর কোরিয়ার নাগরিকের ভিসাও বাতিল করছে তারা। সঙ্গে বাতিল করা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স।

আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যাতে এই ঝুঁকির ভয়াবহতা অনুধাবন করতে পারে, সেজন্যই এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার উত্তর কোরীয় শ্রমিক কাজ করে। যাদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক। সংযুক্ত আরব আমিরাতের প্রতিবেশী কাতার এবং কুয়েতও গত মাসে উত্তর কোরীয় নাগরিকদের নতুন ভিসা না দেওয়ার ঘোষণা দেয়। এসব নিষেধাজ্ঞার ফলে মধ্যপ্রাচ্যের সঙ্গে ক্রমেই ক্ষীণ হয়ে আসছে পিয়ংইয়ং এর সম্পর্ক।