মিসরে চেকপয়েন্টে হামলায় ছয় সেনা নিহত

nonameমিসরের সিনাই উপত্যকায় নিরাপত্তা বাহিনীর একটি চেকপয়েন্টে বন্দুকধারীর হামলায় ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার সেনাসদস্য। শুক্রবার সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

২০১২ সালের ৩০ জুন মিসরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্টের দায়িত্ব নেন মোহাম্মদ মুরসি। এক বছরের মাথায় ২০১৩ সালের ৩ জুলাই সেনা অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। সেনাশাসন জারির পর থেকেই দেশটিতে এ ধরনের হামলা বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়,  সশস্ত্র সন্ত্রাসীরা হাতবোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে আরিশ শহরে নিরাপত্তা বাহিনীর এক চেকপয়েন্টে হামলা চালায়। এ সময় সেনাদের পাল্টা হামলায় দুই বন্দুকধারী নিহত এবং একজন আহত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।