সিরিয়ায় শতাধিক আইএস সেনার আত্মসমর্পণ

সিরিয়ার রাক্কায় গত ২৪ ঘণ্টায় ১০০ জনের মতো আইএস সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

632036-521426-isis-zee

প্রতিবেদনে বলা হয়, আত্মসমর্পণের পর শহর থেকে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল রায়ান ডিলন এই তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সকে দেওয়া এক ইমেইলে তিনি বলেন, সামনে আরও কঠিন লড়াইয়ের আশঙ্কা করছি আমরা। রাক্কায় আইএসকে সম্পূর্ণভাবে কবে পরাজিত করা যাবে সেই সময়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

ছয় বছর ধরে সিরিয়ার চলমান গৃহযুদ্ধে অন্তত ৩ লাখ মানুষ নিহত হয়েছেন। ১ কোটি ১০ লাখ মানুষ এই সময়ে গৃহহারা হয়েছেন বলে ধারণা করা হয়। ২০১৪ সালে আইএস রাক্কা শহর দখল করে নিজেদের তথাকথিত খিলাফতের রাজধানী হিসেবে ঘোষণা করে। রাক্কায় এখন কতজন বেসামরিক নাগরিক অবস্থান করছেন তা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।