ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রে এবার হামলার লক্ষ্যবস্তু করা হলো ভার্জিনিয়ার এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে হামলার জেরে  সাময়িকভাবে তা বন্ধ ঘোষণা করা হয়েছে। গুলি চালানোর ওই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

ভার্জিনিয়া পুলিশ সূত্রে এএফপির খবরে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ন’টা নাগাদ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই হামলা হয়। তখন ক্যাম্পাস চত্বরে একটি অনুষ্ঠান চলছিল। বন্দুকবাজের হামলার ঘটনার পর ক্যাম্পাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভার্জিনিয়া পুলিশ জানিয়েছে, হামলাস্থল থেকে সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

এ মাসেই লাস ভেগাসে এক সংগীত অনুষ্ঠান চলার সময় বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছিলেন ৫৯ জন। সেই আতঙ্কের রেশ কাটিয়ে ওঠার আগে ভার্জিনিয়ায় হামলা হলো।