‘রাজধানী’ রাক্কা থেকে বিতাড়িত আইএস

nonameসিরিয়ার রাক্কা শহর থেকে আইএস জঙ্গিদের তাড়িয়ে দিয়েছে দেশটির যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীরা। জঙ্গিদের বিরুদ্ধে চার মাসের অভিযানের পর মঙ্গলবার রাক্কা’র দখল নেওয়ার ঘোষণা দেন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর মুখপাত্র তালাল সেল্লো। এসডিএফ মূলত সিরিয়ার আসাদবিরোধী বিদ্রোহীদের একটি জোট।

সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস-মুখপাত্র রাক্কা দখলের ঘোষণা দেওয়ার পর সেখানকার স্টেডিয়ামে উচ্ছ্বাস প্রকাশ করে এসডিএফ সমর্থকরা। এ সময় তারা সেখানে পতাকা উড্ডয়ন করে।

এসডিএফ-এর মুখপাত্র তালাল সেলো বলেন, রাক্কায় সব কাজ শেষ। আমাদের বাহিনী শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। সামরিক অভিযান শেষ হয়েছে কিন্তু পরিচ্ছন্ন অভিযান চলছে। শহরের কোথাও গোপন আস্তানা কিংবা মাইন পাতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরটি থেকে জঙ্গিরা পুরোপুরি নির্মূল হয়েছে।

রাক্কার দখল নেওয়া এসডিএফ-এর প্রধান শক্তি ওয়াইপিজি। এটি তুরস্কের কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে-এর সিরীয় শাখা। কুর্দিশ জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত পিকেকে তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ার অংশবিশেষ নিয়ে কুর্দিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী। ১৯৮৪ সাল থেকে তাদের বিদ্রোহের প্রেক্ষাপটে অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে সিরিয়ার গৃহযুদ্ধে ওয়াইপিজি যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র।