‘নতুন যুগে’ প্রবেশ করেছে চীন: শি জিনপিং

চীন নতুন যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, সমাজতন্ত্রের হাত ধরে চীন ‘একটি নতুন যুগে’ প্রবেশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_98360523_mediaitem98360519

প্রতিবেদনে বলা হয়, বুধবার চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেসে এই মন্তব্য করেন তিনি। শি বলেন বলেন, চীন নতুন যুগে প্রবেশ করেছে। এখানে তাদেরই বিশ্বের কেন্দ্র হওয়া উচিত। চীনা ধারার সমাজতন্ত্র অন্য দেশগুলোর সামনে উদাহরণ তৈরি করছে বলে জানান তিনি।

জনগণের সঙ্গে নিজেদের ভাগ্যবরণ করে নিতে দলের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করার বিষয়টিও দলের সদস্যদের মনে করিয়ে দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।

এটাই চীনের সবচেয়ে বড় রাজনৈতিক অনুষ্ঠান। রুদ্ধদ্বার এই বৈঠকটি পাঁচবছরে একবার অনুষ্ঠিত হয়। পরবর্তী মেয়াদের জন্য চীনের নীতিনির্ধারকরা একত্রে মিলিত হন। ধারণা করা হচ্ছে ২০১২ সাল থেকে দলটির নেতৃত্বে থাকা শি জিনপিং তার পদেই বহাল থাকবেন।