X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া, জড়িত বাংলাদেশি শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ১৭:৫৬আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৭:৫৬

মালয়েশিয়ার পুলিশ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক ভেঙে দিয়েছে। এই নেটওয়ার্ক দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে উগ্র মতাদর্শ ছড়ানো ও অর্থ সংগ্রহে জড়িত ছিল। শুক্রবার দেশটির পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে ওই নেটওয়ার্ক বাংলাদেশি শ্রমিকদের উগ্রবাদের দিকে আকৃষ্ট করত এবং সিরিয়া ও বাংলাদেশে আইএসের উদ্দেশে অর্থ পাঠাত। পুলিশের ভাষ্যমতে, এপ্রিল থেকে চালানো ধারাবাহিক অভিযানে ৩৬ জন বাংলাদেশি শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ খালিদ ইসমাইল জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা মূলত কলকারখানা, নির্মাণ ও সেবা খাতে কাজ করতে মালয়েশিয়ায় এসেছিলেন। তাদের মধ্য থেকেই নেটওয়ার্ক সদস্য সংগ্রহ করা হতো।

তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্র মতাদর্শ প্রচার চালানো হচ্ছিল। এর পাশাপাশি আন্তর্জাতিক মানি ট্রান্সফার ও ই-ওয়ালেট ব্যবহার করে অর্থ সংগ্রহ করা হতো, যে অর্থ পাঠানো হতো আইএসের জন্য।

তবে সংগৃহীত অর্থের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। আরও ১৫ জনকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানান খালিদ। বাকি ১৬ জন এখনও পুলিশ হেফাজতে রয়েছেন ও তদন্ত চলছে।

তিনি আরও জানান, মোট ১০০ থেকে ১৫০ জন এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

খালিদ বলেন, যারা ন্যূনতম জড়িত ছিলেন তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে, আর যারা বেশি জড়িত ছিলেন তাদের মালয়েশিয়ার আইনে অভিযুক্ত করা হবে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ২০১৬ সালে রাজধানী কুয়ালালামপুরে আইএস-এর সঙ্গে যুক্ত একটি হামলার পর সন্দেহভাজন জঙ্গি কর্মকাণ্ডের জন্য শত শত মানুষকে আটক করেছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক অভিযানের পর গ্রেফতার কমে এসেছে।

 

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলি বেষ্টনীতে বন্দি পশ্চিম তীরের সিনজিল, যেন এক বিশাল কারাগার
আফগান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ পুতিনের: কিয়েভে রুশ ড্রোন হামলা, হতাশ ট্রাম্প
সর্বশেষ খবর
পাওনা টাকা চাওয়ায় মারধর, ৯৯৯-এ ফোন করে উদ্ধার
পাওনা টাকা চাওয়ায় মারধর, ৯৯৯-এ ফোন করে উদ্ধার
বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
‘লাল জুলাই’ নিয়ে বিপ্লবের নতুন গান
‘লাল জুলাই’ নিয়ে বিপ্লবের নতুন গান
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত