বিয়ারের নাম ‘বেঙ্গলি’

নিউ ইয়র্কের এক বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জনপ্রিয় এক ব্র্যান্ড ‘বেঙ্গলি’। একটি বিশেষ সমীক্ষায় উঠে এসেছে, এই বিয়ারটি আমেরিকার 'বেস্ট বিয়ার'-র তালিকায় প্রথম স্থানে রয়েছে৷ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।

story-bengali2-futureother_647_062316035612

প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কের বিয়ার ব্র্যান্ড সিক্সপয়েন্ট ব্রিওয়ারি বেঙ্গলি নামের এই পানীয় তৈরি করে। ২০০৪ সালে বেঙ্গলি টাইগার নামে বিয়ারটি বাজারে আসে। রয়েল বেঙ্গল টাইগার-এর নামানুসারে এই বিয়ারের নাম রাখা হয়। বিয়ারের মোড়কে রয়েছে বাঘের কমলা-সাদার ডোরাকাটার স্পষ্ট ছাপ। পরে টাইগার শব্দটি ছেঁটে দিয়ে বিয়ারটিকে কেবল বেঙ্গলি নামে বাজারে হাজির করা হয়।

একটি মার্কিন ব্র্যান্ডের নামকরণে কেন বাঙালির প্রাকৃতিক ঐতিহ্যকে ধারণ করা হয়েছে ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে তা জানা যায়নি। তবে প্রবাসী বাঙালিদের মধ্যে এই বিয়ারের বিপুল জনপ্রিয়তার খবর দিয়েছে তারা, যা থেকে এর বাঙালি নামকরণ সম্পর্কে ধারণা পাওয়া যায়।

ইন্ডিয়া টুডের দাবি, একটু তিতকুটে স্বাদের হলেও যারা এই বিয়ার খেয়েছেন তারা নাকি এর মধ্যে বৈচিত্র্য খুঁজে পেয়েছেন৷