কেনিয়ার নির্বাচনে সহিংসতা, কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ

কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনকে নিয়ে আন্দোলনে নেমেছে বিরোধী পক্ষরা। ইতোমধ্যে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে দেশটির বিরোধী দলীয় নেতা। সহিংসতার আশঙ্কায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

8c0b8d7277d046f6a44df7d66e99be66_18প্রতিবেদনে বলা হয়,  স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয়েছ। শেষ হবে বিকাল পাঁচটায়। দেশটিতে ১ কোটি ৯০ লাখ ভোটার রয়েছে।

চলতি বছরের আগস্টে অনুষ্ঠিত কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের কথা জানিয়ে ভোটের ফল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ৬০ দিনের মধ্যে আবার নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশও দেওয়া হয়।

প্রেসিডেন্ট উহুরু কেনিয়াতা এবারও জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে। কারণ তার প্রধান প্রতিদ্বন্দ্বি রায়লা ওদিঙ্গা নির্বাচন বয়কট করেছেন। তিনি আগস্টের নির্বাচনে ৪৫ শতাংশ ভোট পেয়েছেন।