সোমালিয়ায় জোড়া বোমা বিস্ফোরণ, নিহত ১৭

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে   জোড়া বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

mogadishu-explosion

প্রতিবেদনে বলা হয়, প্রথম বিস্ফোরণটি মূলত গাড়ি বোমা হামলা ছিলো। একটি হোটেলে এই হামলা চালানোর পর জঙ্গিরা ভেতরে ঢুকে পরে। এরপর সাবেক পার্লামেন্ট ভবনের কাছে আরেকটি বোমা হামলা চালানো হয়।

ইতোমধ্যে হামলার দায়ভার শিকার করেছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। দুই সপ্তাহ আগেও তাদের হামলায় ৩৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

পুলিশ ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন জানান, মোগাদিসুর নাশাহাব্লাদের যে হোটেলে হামলা চালানো হয় সেখানে নিয়মিত আইনপ্রণেতা, নিরাপত্তা বাহিনী সদস্যসহ বেসরকারি লোকজনের যাতায়াত ছিলো। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও ছিলেন বলে জানান তিনি।