নতুন নির্বাচনে অংশ নিতে পারবেন কাতালানের বহিষ্কৃত নেতা: স্পেন সরকার

স্পেন সরকারের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন বহিষ্কৃত কাতালান নেতা কার্লেস পুজদেমন। স্প্যানিশ সরকার বলছে, পুজদেমন যদি নতুন নির্বাচনে অংশগ্রহণ করেন তবে তাকে স্বাগত জানানো হবে। এদিকে পুজদেমনও কাতালোনিয়ায় কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক বিরোধিতার আহ্বান জানিয়েছেন। কাতালোনিয়ার সায়ত্ত্বশাসন কেড়ে নিতে স্পেনের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি অঙ্গীকার করেছেন, মুক্ত দেশ গড়তে কাজ চালিয়ে যাবেন।

স্পেন ও কাতালোনিয়ার পতাকা
শুক্রবার (২৭ অক্টোবর) কাতালোনিয়ায় স্বাধীনতা ঘোষণা করার পক্ষে আঞ্চলিক পার্লামেন্টের রায় আসে। এর পর পরই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় কাতালোনিয়ার আঞ্চলিক সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন এবং কাতালান নেতা পুজদেমনকে বরখাস্ত করেন। একই সঙ্গে ডিসেম্বরে আগাম আঞ্চলিক নির্বাচনেরও ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী।

মাদ্রিদের কেন্দ্রীয় সরকারের মুখপাত্র ইনিগো মেন্দেজ দে ভিগোকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পেন সরকার মনে করে, বহিষ্কার করা হলেও রাজনীতি চালিয়ে যাওয়ার অধিকার পুজদেমনের আছে।

পুজদেমন
ইনিগো বলেন, ‘আমি পুরোপুরি নিশ্চিত পুজদেমন এসব নির্বাচনে অংশ নেবেন, তিনি এই গণতান্ত্রিক বিরোধিতার চর্চা চালিয়ে যেতে পারেন। কাতালানরা বলতে পারবে আইন ব্যর্থ করে, আইন ভঙ্গ করে এবং নিজেদেরকে আইনের বাইরে নিয়ে যাওয়ার যে ফল গত এক বছর ধরে তারা যা দেখছে তার ব্যাপারে তাদের অনুভূতি কী।’

এর আগে টিভিতে প্রচারিত ভাষণে পুজদেমন স্বাধীনতার ঘোষণার বিবরণ দেন এবং শুক্রবারকে গণতান্ত্রিক ও নাগরিক সচেতনতার দিন হিসেবে আখ্যায়িত করেন। পুজদেমন জানান,কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ দেশটির জনগণের আকাঙ্ক্ষাবিরোধী। জনগণ ভালো করেই জানে গণতান্ত্রিক ব্যবস্থায় তারাই প্রেসিডেন্ট নির্বাচন বা অপসারণ করে।