ইউরোপের উত্তরাঞ্চলে ঝড়ে ৫ জনের মৃত্যু

ইউরোপের উত্তরাঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে জার্মানি, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া ভেঙে গেছে অনেক ঘড়বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_98529918_fc129914-bf5a-4606-9ee1-c8da58692f76

প্রতিবেদনে বলা হয়, জার্মানিতে সৃষ্ট বন্যায় পানিতে ডুবে মারা গেছেন ৬৩ বছর বয়সী এক বৃদ্ধ। আর বাকি চারজন মৃত্যু হয়েছে তাদের উপর গাছ পড়ে যাওয়ায়।

বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৮০ কিলোমিটার। এখন পোল্যান্ড ও চেকের হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে। জার্মানির হ্যামবার্গে সৃষ্টি হয়েছে বন্যা।

জার্মানির অনেক স্থানে রেল যোগাযোগ বন্ধ রয়েছ। চেক প্রজাতন্ত্রের অনেক জায়গাতে রেলপথ বন্ধ থাকার খবর জানিয়েছে বিবিসি।