আবারও কেনিয়ার প্রেসিডেন্ট কেনিয়াত্তা

বিতর্কিত নির্বাচনে জয় পেয়ে আবারও কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন উহুরু কেনিয়াত্তা। দেশটির নির্বাচন কমিশনের মতে ৯৮ শতাংশ ভোট পেয়েছেন তিনি। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_98540278_mediaitem98540277

প্রতিবেদনে বলা হয়, ২৬ অক্টোবরের নির্বাচনে মোট ভোটদাতাদের ৯৮ দশমিক দুই শতাংশ পেয়ে বিজয়ী হয়েছেন কেনিয়াত্তা। তার প্রতিদ্বন্দ্বী রায়লা ওদিঙ্গা পেয়েছেন শূন্য দশমিক নয় শতাংশ ভোট। অন্যান্য ছয়টি দল বাকি ভোট পেয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

দেশটিতে গত ৮ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান করেন রাইলা ওদিঙ্গা। রাইলার অভিযোগের জেরে ১ সেপ্টেম্বর নির্বাচনের ফলাফল বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট। আগস্টের নির্বাচনে ৪৫ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি।

পুননির্বাচনেও ছিলো অনিয়মের অভিযোগ। অস্বচ্ছতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান প্রধান বিরোধী দলীয় নেতা ওদিঙ্গা।