সিরিয়ার বিরুদ্ধে অভিযোগ তদন্তে রাশিয়ার ভেটো

nonameজাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের অভিযোগের ব্যাপারে পুনরায় আন্তর্জাতিক তদন্তের প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। ২০১১ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে তা তদন্তের প্রস্তাব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে এ প্রস্তাবে ১০ম বারের মতো ভেটো দিলো রাশিয়া। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাস হতে ১০ ভোটের পাশাপাশি স্থায়ী সদস্যদের কোনও ভেটো থাকা চলবে না। যুক্তরাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ১১ ভোট সংগ্রহ করলেও রাশিয়া ও বলিভিয়া এর বিপক্ষে ভোট দেয়। চীন ও মিসর ভোট দেওয়া থেকে বিরত থাকে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বলা হয়, গত ৪ এপ্রিল সিরিয়ার সরকারি বাহিনী নিষিদ্ধ রাসায়নিক ‘সারিন’ ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জাতিসংঘ ও রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) মাধ্যমে যৌথ তদন্ত করা দরকার।

ভোটাভুটির পর মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি সতর্ক করে বলেন, প্রস্তাবটি অবশ্যই আবার উত্থাপন করা হবে। রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেবেনযিয়া বলেন, যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটি ভারসাম্যপূর্ণ ছিল না। তিনি বলেন, আমাদের  শক্তিশালী  কৌশল দরকার যাতে রাসায়নিক সন্ত্রাসের হুমকি বিশ্বব্যাপী ছড়িয়ে না পড়ে।