৮০ দিন পর গাজাবাসীর জন্য খুললো রাফাহ সীমান্ত

৮০ দিন পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর জন্য রাফাহ সীমান্ত খুলে দিয়েছে মিশর।  শনিবার থেকে তিনদিন খোলা থাকবে রাফাহ। ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

4bn3666939e2baxho4_800C450

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলনের মধ্যে গত ১২ অক্টোবর জাতীয় সংহতি প্রতিষ্ঠার বিষয়ে নতুন চুক্তি হওয়ার পর এ সীমান্ত খুলে দেয়া হলো।

গাজা ও মিশর সীমান্তে আটকে পড়া মানুষের সংখ্যা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। গাজা থেকে যেসব মানুষ চিকিৎসাসহ জরুরি প্রয়োজন মেটাতে বাইরে যেতে চান দীর্ঘদিন ধরে রাফাহ সীমান্ত বন্ধ থাকায় তাদের পক্ষে তা সম্ভব হচ্ছিল না। আবার বাইরে থেকে যেসব নাগরিক গাজায় ফিরতে চান তারাও যেতে পারছিলেন না।

২০০৭ সালে গাজার ওপর সর্বাত্মক অবরোধ চাপিয়ে দেয় ইসরায়েল। তখন থেকে গাজার অধিবাসীরা বাইরের জগতের সঙ্গে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন।