নিউ ক্যালেডোনিয়া উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

নিউ ক্যালেডোনিয়ার পূর্ব উপকূলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইতোমধ্যে এতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার বার্তা সংস্থা এএফপির বরাতে একথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ভূমিকম্প

তবে এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে হালকা জনবসতিপূর্ণ লোয়ালটি দ্বীপপুঞ্জের পূর্ব উপকূলে ভূপৃষ্ঠের প্রায় ৮২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র এ ভূমিকম্পের ঘটনায় সুনামি সতর্কতা জারি করে বলেছে, এতে সৃষ্ট সামুদ্রিক ঢেউ ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে।

ভূমিকম্পের ব্যাপারে নৌমিয়ার কেন্দ্রস্থলের এক বাসিন্দা বলেন, এতে ‘আমার প্রায় জ্ঞান হারানোর অবস্থা হয়েছিল। আমি অনেক আতংকগ্রস্থ হয়ে পড়েছিলাম। ফলে আমি দ্রুত আমার ভবন থেকে বাইরে বেরিয়ে যাই।’

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই লোয়ালটি দ্বীপপুঞ্জে কয়েক দফা ভূমিকম্প আঘাত হানার পর সেখানে সোমবার এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো।