মিসরে মসজিদে জঙ্গি হামলায় নিহত অন্তত ১৫৫, আহত শতাধিক

মিসরের উত্তরাঞ্চলীয় সিনাই উপত্যকার একটি মসজিদে শুক্রবার জঙ্গিদের গুলি ও বোমা হামলায় অন্তত ১৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মুসল্লি। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

egyptজুমার নামাজের কিছু সময় পর এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারটি গাড়িতে এসে আল-আরিশের কাছে বির-আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদের মুসল্লিদের ওপর হামলে পড়ে জঙ্গিরা। এ সময় তারা গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটায়।

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলা চালিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

২০১৩ সালে সেনা অভ্যুত্থানে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে।