মিসরে মসজিদে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

মিসরের উত্তরাঞ্চলীয় সিনাই উপত্যকার একটি মসজিদে জঙ্গিদের গুলি ও বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবারের এ হামলায় আহত হয়েছেন শতাধিক মুসল্লি। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

Egypt mosque attack 02জুমার নামাজের পর এ হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলা চালিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রকট শব্দে বোমা বিস্ফোরণের পর পলায়নপর মুসল্লিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে জঙ্গিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর চারটি গাড়িতে এসে আল-আরিশের কাছে বির-আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদের মুসল্লিদের ওপর হামলে পড়ে জঙ্গিরা। এ সময় তারা গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে মসজিদের মেঝেতে মুসল্লিদের সারি সারি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, মসজিদটিতে সাধারণত সুফিবাদে বিশ্বাসীরা নামাজ আদায় করেন। জঙ্গিগোষ্ঠী আইএস সুফিবাদকে ইসলামবিরোধী মনে করে।

২০১৩ সালে সেনা অভ্যুত্থানে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে। সূত্র: বিবিসি, আল জাজিরা।