কারাগারে মুরসি’র শারীরিক অবস্থার অবনতি

সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি’র শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তার জ্যেষ্ঠ পুত্র আহমেদ মুরসি’র বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

মোহাম্মদ মুরসি২০১৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই কারাগারে রয়েছেন মুরসি।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে আহমেদ মুরসি লিখেছেন, শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও কারা কর্মকর্তারা তার বাবাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিচ্ছেন না।

সাবেক এ প্রেসিডেন্টের কনিষ্ঠ পুত্র আবদুল্লাহ তার ৬৬ বছরের বাবাকে বেসরকারি হাসপাতালে চোখের সার্জারির সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে বুধবার মিসরের আদালত মুরসিকে তার নিজ খরচে চিকিৎসার অনুমতি দেন।

২০১২ সালের ৩০ জুন মিসরের নির্বাচিত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় ২০১৩ সালের ৩ জুলাই সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মোহাম্মদ মুরসি। ক্ষমতায় আসেন সেনাপ্রধান জেনারেল সিসি। সেনাবাহিনীর ওই অভ্যুত্থানে সমর্থন দেয় ইসরায়েল, সৌদি আরব ও আরব আমিরাত।