ম্যানহাটনে বিস্ফোরণ

সন্দেহভাজন আকায়েদের সিসিটিভি ছবি প্রকাশ

নিউ ইয়র্কের ম্যানহাটনের বাস টার্মিনালের বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বাংলাদেশির সিসিটিভি ছবি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ। রক্ষণশীল ধারার ওই সংবাদমাধ্যম জানিয়েছে, পোর্ট অথরিটি বাস টার্মিনাল কর্তৃপক্ষের কাছে ছবিটি সংগ্রহ করেছে তারা।

সন্দেজভাজন বাংলাদেশি আকায়েদের সিসিটিভি ছবি

নিউ ইয়র্কের ম্যানহাটনের বাস টার্মিনালের বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বাংলাদেশি আকায়েদকে জিজ্ঞাসাবাদ করেছে নিউ ইয়র্ক পুলিশ। সাত বছর আগে বাংলাদেশ থেকে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানা গেছে। বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হলেও সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনাটিকে জঙ্গি হামলা মনে করছে নিউ ইয়র্ক পুলিশ।

তারা আনুষ্ঠানিকভাবে ২৭ বছর বয়সী আকায়েদের জাতীয়তা নিশ্চিত করেনি। তবে একজন সাবেক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে এমএসএনবিসি দাবি করেছে, আটককৃত আকায়েদ বাংলাদেশি এবং জঙ্গিগোষ্ঠী আইএস-এর দ্বারা অনুপ্রাণিত।