গাজায় বিস্ফোরণে দুই ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি বিস্ফোরণে দুই জন নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একে ইসরায়েলি বিমান হামলা বললেও অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

বিস্ফোরণের বিধ্বস্ত মোটরসাইকেল

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহত দুই জন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের সদস্য ।  ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে মোটরসাইকেল আরোহী দুই যুবককে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এতে ওই দুইজন ঘটনাস্থলেই মারা যায়। এতে বেশ কয়েকজন পথচারী আহত হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপা্ত্র আল-জাজিরাকে বলেছেন, তারা মঙ্গলবার গাজায় কোনও হামলা চালায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দেওয়ায় শুরু হওয়া আন্দোলনের মধ্যেই এ ঘটনা ঘটলো। গত শুক্রবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় আরও ২৫ জন।