ফাতাহ ও হামাসকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পুতিনের

ফিলিস্তিনের মুক্তিকামী  দল হামাস ও ফাতাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত অক্টোবরে দুই দলের পুনর্মিলন চুক্তিকেও স্বাগত জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী সংগঠন মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

ভ্লাদিমির পুতিন

মিসরের রাজধানী কায়রোতে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে রাশিয়া।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করা ও তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে সেখানে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুতিন এ সিদ্ধান্তকে সমঝোতার ক্ষেত্রে নিরর্থক ও উত্তেজক উল্লেখ করে  এ অঞ্চলে অস্থিতিশীলতা ছড়িয়ে দেবে মন্তব্য করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তার দেশ ফিলিস্তিন কর্তৃপক্ষ ও ইসরায়েলি সরকারের মধ্যে সংলাপ শুরু করে আলোচনার মাধ্যমে জেরুজালেমসহ বিতর্কিত বিষয়গুলো সমাধানের আহ্বান জানান।  তিনি ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নেরও আহ্বান জানান।